Site icon Jamuna Television

ভারতের বেঙ্গালুরুতে ৩ লাখ বাংলাদেশি বাস করে: স্থানীয় পুলিশ কমিশনার

ভারতের বেঙ্গালুরুতে ৩ লাখ বাংলাদেশি বাস করে বলে জানিয়েছেন শহরের পুলিশ কমিশনার ভাস্কর রাও।

কন্সট্রাকশন ওয়ার্কার্স সেফটি, হেলথ এন্ড ওয়েলফেয়ার নামক একটি সংস্থার আলোচনা অনুষ্ঠানে গিয়ে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, সাম্প্রতিক ঘটনার পর ৩ হাজার বাংলাদেশি শহর ছেড়ে চলে গেছেন।

ভাস্কর রাও বলেন, সম্প্রতি যে সব বাংলাদেশি নাগরিককে ডিপোর্ট করা হয়েছে তার ভিত্তিতে এই সংখ্যার হিসেব পাওয়া গেছে।

তিনি বলেন, বেঙ্গালুরুতে বেআইনিভাবে যে সব বাংলাদেশি বাস করছেন তাঁদের বেশিরভাগই মানব পাচারের শিকার। এ রাজ্যের শ্রমিকরা যেখানে দিন মজুরি ৫০০ থেকে ৬০০ টাকা চান, সেখানে বাংলাদেশি শ্রমিকরা ১০০-১৫০ টাকার দিন মজুরিতেই খুশি। ফলে কম খরচে শ্রমিকের যোগান হয় বাংলাদেশ থেকে। এই কাজের জন্যেই অনেককে পাচার করে আনা হয় সীমান্তের এপারে।’

Exit mobile version