Site icon Jamuna Television

করোনাভাইরাস: বড়পুকুরিয়ায় চীন থেকে আসা ৩ জন কর্মকর্তা নিবিড় পর্যবেক্ষণে

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে সম্প্রীতি চীন থেকে আসা ৩ জন কর্মকর্তাকে হাসপাতালের বিচ্ছিন্ন ওয়ার্ডে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস। তিনি জানান, গত প্রায় ১০ দিন আগে চীন থেকে আসা ৩ জন কর্মকর্তাকে কয়লা খনির অভ্যন্তরের হাসপাতালে রাখা হয়েছে। সেখানকার চিকিৎসকরা তাদেরকে চিকিৎসা দিচ্ছেন। সংশ্লিষ্টরা বিষয়টি সিভিল সার্জন কার্যালয়ে অবগত করেছেন এবং প্রয়োজন হলে এখান থেকে চিকিৎসক প্রেরণ করা হবে। তবে তাদের মধ্যে এখনও করোনা ভাইরাসের লক্ষণ নেই বলে জানা গেছে।

বড়পুকুরিয়া কয়লা খনির জনসংযোগ কর্মকর্তা ও উপ-মহাব্যবস্থাপক একেএম বদরুল আলম বলেন, এই খনিতে ঠিকাদারি প্রতিষ্ঠান সিএমসি/এক্সএমসি’র অধীনে চীনের প্রায় ৫ শতাধিক কর্মকর্তা-কর্মচারী কাজ করছেন। তবে তারা ছুটিতে গেলে বা ফেরত আসলে খনি কর্তৃপক্ষকে অবগত করা হয় না। তাই বিষয়টি তার জানা নেই।

Exit mobile version