Site icon Jamuna Television

শেষ হলো ঢাকার দুই সিটিতে, নির্বাচনী প্রচার-প্রচারণা

শেষ হলো ঢাকার দুই সিটিতে, নির্বাচনী প্রচার-প্রচারণা। শেষ মুহুর্ত পর্যন্ত ভোটার আকর্ষণে ব্যস্ত সময় কাটিয়েছেন প্রার্থীরা। জয়ের প্রত্যাশা করছেন ঢাকা উত্তরের আওয়ামীলীগ ও বিএনপির প্রার্থী। নির্বাচনের দিনের পরিবেশ নিয়ে সংশয় জানিয়েছেন তাবিথ আউয়াল ও আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার সকালে ভাষানটেক এলাকা থেকে শেষ দিনের প্রচারনা শুরু করেন ঢাকা উত্তরের আওয়ামীলীগের প্রার্থী আতিকুল ইসলাম। মূলত বস্তির ভোটব্যাংক নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। জয়ী হলে স্থায়ী পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ হবে বলে কথা দেন আতিক।

পথসভায় আতিকুল বলেন, বিএনপি কিংবা অন্য কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে তারা সফল হবে না।

অন্যদিকে, বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল জাতীয় প্রেসক্লাবে সিনিয়র সাংবাদিকদের সাথে মতবিনিময়ে অংশ নেন।

এরপর তাবিথ আউয়াল, মগবাজার চৌরাস্তায় পথসভার মাধ্যমে প্রচারণা শুরু করেন। নিজেদের অধিকার প্রতিষ্ঠায়, ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তাবিথ।

Exit mobile version