Site icon Jamuna Television

করোনাভাইরাস: চীনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯১০ জনে

চীনে করোনাভাইরাসের প্রকোপে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯১০ জনে। দেশটির স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে, রোববার রাত পর্যন্ত নিশ্চিতভাবে আক্রান্ত ছিলেন ৪০ হাজার ২৩৫।

ভাইরাসের উৎপত্তিস্থল হুবেই প্রদেশে মাত্র একদিনে মারা গেছে ৯৭ অধিবাসী। সবমিলিয়ে, সেখানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮৭১ জনে। নতুনভাবে প্রদেশটিতে সংক্রমিত হয়েছে ২৬শ’র বেশি।

বলা হচ্ছে, চীনের পর মারণব্যাধীটিতে সবচেয়ে বেশি আক্রান্ত হংকং, ম্যাকাও ও তাইওয়ান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুসারে, ২০০৩ সালের মারাত্মক ‘সার্সে’ প্রাণহানির সংখ্যাকে অনেক আগেই অতিক্রম করেছে করোনাভাইরাস।

এদিকে, দু’সপ্তাহের পর্যবেক্ষণ এবং সুর্নিদ্দিষ্ট পরীক্ষার পর প্রমোদতরী ‘ওয়ার্ল্ড ড্রিমসের’ ৩ হাজার ৬০০ আরোহীকে বন্দরে নামার অনুমতি দিলো হংকং।

Exit mobile version