Site icon Jamuna Television

‘মৈত্রী এক্সপ্রেসে ভারত থেকে আসা যাত্রীদের স্ক্রিনিং করা হবে’

মৈত্রী এক্সপ্রেসে ভারত থেকে আসা যাত্রীদের স্ক্রিনিং করা হবে বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। আজ থেকে বেসরকারি হাসপাতালেও আইসোলেশন ইউনিট করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সকালে মহাখালীতে ব্রিফিং’য়ে ডা. ফ্লোরা বলেন, সিঙ্গাপুরে দু’জন বাংলাদেশি করোনায় আক্রান্ত হওয়ায় সেদেশ থেকে আসা অন্যদের বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে আইইডিসিআর। কুর্মিটোলা হাসপাতালের কোয়ারেন্টাইন এবং আশকোনা হজ ক্যাম্পে থাকা উহান ফেরত ৩১২ জনই সুস্থ আছেন।

১৫ ফেব্রুয়ারির পর তাদের ছেড়ে দেয়া হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

Exit mobile version