Site icon Jamuna Television

মিরপুর টেস্টের তৃতীয় দিনে বড় স্কোর গড়েছে বাংলাদেশ

মিরপুর টেস্টের তৃতীয় দিনে বড় স্কোর গড়েছে বাংলাদেশ। অধিনায়ক মুমিনুলের সেঞ্চুরি আর মুশফিকুর রহিমের ফিফটিতে শেষ খবর পর্যন্ত টাইগারদের সংগ্রহ তিন উইকেটে ৩৫৩ রান।

দ্বিতীয় দিনের ৩ উইকেটে ২৪০ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন দুই অপরাজিত ব্যাটসম্যান মুমিনুল হক ও মুশফিকুর রহিম। লিড নিতে তৃতীয় দিন টাইগারদের প্রয়োজন ছিলো ২৫ রান। মুশফিক-মুমিনুলের ব্যাটিং দৃঢ়তায় লিড নেয় বাংলাদেশ।

এরপর সেঞ্চুরিরর মাইল ফলক স্পর্শ করেন অধিনায়ক মুমিনুল হক (১২১*) । যা তার ক্যারিয়ারের ৯ম টেস্ট সেঞ্চুরি।

অন্যদিকে সেঞ্চুরির দেখা পান মুশফিকুর রহিমও। ১৬০ বল খরচ করে ১৮ টি চারের মাধ্যমে তার বর্তমান সংগ্রহ ১০৩ রান*।

Exit mobile version