Site icon Jamuna Television

সরোয়ার আলমসহ তিন ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা বাতিলে হাইকোর্টে রিট

ক্ষমতা অপব্যাবহারের অভিযোগ এনে তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম, আক্তারুজ্জামান ও নিজাম উদ্দিনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা বাতিল করতে হাইকোর্টে একটি সম্পূরক রিট আবেদন করা হয়েছে।

আজই শুনানি করে, বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চের এ বিষয়ে রায় দেয়ার কথা রয়েছে। চিলড্রেন’স চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষে এ রিট আবেদন করা হয়। এতে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম’সহ আরও দুই ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে কয়েকটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। আবেদনে বলা হয়েছে, ভুয়া সাক্ষী, সাজানো মামলা আর ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করেছেন এই তিন ম্যাজিস্ট্রেট। জোর করে শিশুদের স্বীকারোক্তি আদায়ের অভিযোগও আনা হয়েছে। এটিকে সংবিধানের ৩৩ ও ৩৫ অনুচ্ছেদ লঙ্ঘন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

Exit mobile version