Site icon Jamuna Television

করোনা আক্রান্ত দুই জনের অবস্থার উন্নতি, নেই নতুন রোগী

করোনায় নতুন কেউ সংক্রমিত হননি। আক্রান্ত তিন জনের মধ্যে দু’জনের অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর’র পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। নতুন পরীক্ষায় দু’জনের শরীরে মেলেনি করোনাভাইরাসের উপস্থিতি।

সকালে মহাখালীতে নিয়মিত ব্রিফিংয়ে তিনি জানান, আশা করা যায় আক্রান্ত তিনজনের দুজনকে দ্রুত ছেড়ে দেয়া হতে পারে।

তিনি জানান, সতর্ককতা হিসেবে অনেকে আইসোলেশনে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত যত নমুনা সংগ্রহ করা হয়েছে। তাতে নতুন করে কারো সংক্রমণ দেখা যায়নি। বিদেশ ফেরত সবাইকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ দেয় আইইডিসিআর।

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, চীনে করোনা মোটামুটি নিয়ন্ত্রিত, নতুন সংক্রমণ নেই বললেই চলে। যারা বিদেশ থেকে এসেছে তারা ঘরে বা হোটেলে সেল্ফ কোয়ারেন্টাইনে থাকুন। নির্বাচনী প্রচারনা বা যেকোন জনসমাগম এড়িয়ে চলুন। এয়ারপোর্টে স্ক্যানার বাড়ানো হয়েছে।

Exit mobile version