Site icon Jamuna Television

চাঁদপুরে নির্বাচনের ১৬ দিন আগে বিএনপি প্রার্থীর মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মো. শফিকুর রহমান ভুঁইয়া (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৩ মার্চ) ভোর ৫টার দিকে তিনি চাঁদপুর শহরের প্রিমিয়ার হসপিটালে মারা যান।

তার মৃত্যুর ফলে আগামী ২৯ মার্চ চাঁদপুর পৌরসভার মেয়র পদে নির্বাচন বাতিল হবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা। পরবর্তীতে নতুন তফসিলে মেয়র পদে ভোটগ্রহণ হবে। তবে কাউন্সিলর পদে ঘোষিত তফসিল অনুযায়ী ২৯ মার্চই ভোট হবে।

প্রয়াত বিএনপি প্রার্থীর স্বজনরা জানান, বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ৯টা থেকে বিকাল পর্যন্ত পৌর এলাকার পুরাণবাজার ৫নং ওয়ার্ড রঘুনাথপুরসহ আশপাশের এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন। দিনেও কয়েকবার তিনি অসুস্থতা বোধ করেন। পরে রাত ১১টার দিকে বুকে ব্যাথা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার দিকে তিনি মারা যান।

তার মৃত্যুতে চাঁদপুর জেলা বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

Exit mobile version