Site icon Jamuna Television

চবির হল থেকে ইতালি ফেরত যুবক উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হল থেকে ইতালি ফেরত এক যুবককে উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।

সোমবার (১৫ মার্চ) দিবাগত রাত দুইটায় গোপন সংবাদের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের আব্দুর রব হলের ৩২০ নম্বর কক্ষ থেকে তাকে উদ্ধার করা হয়। এসময়, ওই যুবকসহ হলের রুমে থাকা ৭ জনকে তাৎক্ষণিকভাবে তাদের ফৌজদারহাটে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

সাজেকে বেড়াতে যাওয়ার উদ্দেশে বিশ্ববিদ্যালয়ে এক বন্ধুর হলে ওঠে ওই যুবক। এ ঘটনায়, ইতালি ফেরত যুবককে আশ্রয় দেয়ায় শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে প্রশাসন।

এদিকে, এ ঘটনার পর আতঙ্ক তৈরি হয়েছে ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয় বন্ধের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা।

উক্ত কক্ষের ৭ জনকে কোয়ারেন্টাইনে পাঠানোর পর আব্দুল রব হলের সকল আবাসিক শিক্ষার্থীরা চবির সকল শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তার কথা চিন্তা করে শহীদ আবদুর রব হল এর সকল ছাত্ররা হলটিকে আগামী ৪৮ ঘন্টার জন্য স্বেচ্ছা কোয়ারেন্টাইন ঘোষণা করেছেন। উক্ত সময়ের মধ্যে হলের সকল শিক্ষার্থী স্বেচ্ছায় হলের বাইরে যাওয়া থেকে বিরত থাকবেন বলে জানান তারা।

Exit mobile version