Site icon Jamuna Television

বাংলাদেশ দলের আয়ারল্যান্ড সফরও স্থগিত হতে পারে

করোনাভাইরাস আতঙ্কে বাংলাদেশ দলের আয়ারল্যান্ড সফরও স্থগিত হতে পারে। আগামী মে মাসে আয়ারল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের।

সফরে টাইগারদের খেলার কথা তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি ম্যাচ। ওয়ানডে সিরিজ আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও টি-টোয়েন্টি সিরিজের ভেন্যু ইংল্যান্ড।

আগামী এক মাসের সব আন্তর্জাতিক সিরিজই এরই মধ্যে স্থগিত হয়েছে। ঘরোয়া ক্রিকেটেও থাবা বসিয়েছে করোনা। ভারত, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের পর মঙ্গলবার সব ধরনের ক্রিকেট কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।

৬০ দিনের জন্য ক্রিকেটকে নির্বাসনে পাঠিয়ে দেয়ায় এ মৌসুমে দক্ষিণ আফ্রিকার মূল দুটি ঘরোয়া টুর্নামেন্টই অসমাপ্ত থেকে গেল।

অস্ট্রেলিয়া অবশ্য শেফিল্ড শিল্ডের শেষ রাউন্ড ও ফাইনাল বাতিল করে মঙ্গলবার টুর্নামেন্টের উপসংহার টেনে দিয়েছে। প্রথম নয় রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা নিউ সাউথ ওয়েলসকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।

Exit mobile version