Site icon Jamuna Television

কোয়ারেন্টাইনে গাফিলতি: ইতালী প্রবাসীর স্ত্রী সন্তান শাশুড়িসহ বাবাও আইসোলেশনে

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের ইতালী প্রবাসীর স্ত্রী, সন্তান, শাশুড়ির পর আইসোলেশনে গেলেন তার বাবা। একইসাথে ওই প্রবাসীর সন্তানের সহপাঠী ১৯শিক্ষার্থীকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছ।

বুধবার শিবচর হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়েছে ওই ইতালী প্রবাসীর বাবাকে। এর আগে ওই প্রবাসীর, স্ত্রী, সন্তান ও শাশুড়ীকে ঢাকার আইসোলেশনে পাঠানো হয়।

স্কুলটির প্রধান শিক্ষকের সাথে আইইডিসিআর এর কর্মকর্তারা ও চিকিৎসকরা এ বিষয়ে আলোচনা করেছেন। তারা জানায়, ওই ১৯ শিক্ষার্থীসহ শিবচরেই হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৫২ জন।

এদিকে জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে আছে ২৪২জন বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম। তিনি বলেন, এখন পর্যন্ত ১৩৮ জনকে রিলিজ করা হয়েছে। তিনি আরও জানান, জেল জরিমানা করেও থামানো যাচ্ছে না প্রবাসীদের। অনায়াসে এসব প্রবাসীরা লোকালয়সহ হাট-বাজারে ঘুরে বেড়াচ্ছে প্রতিনিয়ত।

Exit mobile version