Site icon Jamuna Television

করোনা প্রভাবে বন্ধ হলো জাতীয় চিড়িয়াখানা

করোনা মোকাবেলায় রাজধানীর মিরপুরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করেছে সরকার। শুক্রবার (২০ মার্চ) থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে এটা।

এক বার্তায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন এ তথ্য জানান। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, দর্শনার্থীর মাধ্যমে যেন করোনাভাইরাস ছড়াতে না পারে সে জন্য আজ ২০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত জাতীয় চিড়িয়াখানা বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, এ ভাইরাসের বিস্তাররোধে যখন যেখানে যা প্রয়োজন সে আলোকে সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে। জনসাধারণকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে এবং সরকারকে সহযোগিতা করতে আহ্বান জানাচ্ছি।

Exit mobile version