Site icon Jamuna Television

রংপুরে জলকামান দিয়ে জীবানুনাশক ছিটাচ্ছে পুলিশ

রংপুর মহানগরীর রাস্তাঘাট এবং জনসমাগম এলাকাকে করোনা ভাইরাস মুক্ত রাখতে জলকামান দিয়ে ব্লিচিং পাউডার ও স্যাভলন ছিটাচ্ছে মেট্রোপলিটন পুলিশ।

আজ বুধবার সকাল সাড়ে ৯ টা থেকে নগরীর কাচারী বাজার থেকে এই কার্যক্রম শুরু হয়। পরে সিটি করপোরেশন, সুপার মার্কেট মোড়, পায়রাচত্বর, জাহাজ কোম্পানী মোড়, প্রেসক্লাব, গ্রান্ড হোটেল মোড়, শাপলা চত্বর, খামার মোড়, লালবাগসহ প্রধানসড়কের বিভিন্ন এলাকায় পুলিশের জলকামান গাড়ি দিয়ে দিয়ে স্যাভলনের সাথে ব্লিচিং পাউডার মিশিয়ে তা স্প্রে করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার(ডিবি ও মিডিয়া) আলতাব হোসেন জানান, জলকামান দিয়ে যেহেতু অনেক দুর থেকে অনেক জায়গায় স্পে করা সম্ভব, সেকারণে আমরা রাস্তাঘাট, মার্কেট প্লেস, জনসমাগন এলাকাবে করোনা ভাইরাস মুক্ত রাখতে জলকামান দিয়ে এই কার্যক্রম পরিচালিত করছে। প্রয়োজনে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে ডিটারজেন্ট পাউডারও ছিটানো হতে পারে।

Exit mobile version