Site icon Jamuna Television

খালেদা জিয়া যেকোন সময় মুক্তি পাবেন: ওবায়দুল কাদের

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যেকোন সময় মুক্তি পাবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সকালে সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি জানান, খালেদা জিয়ার মুক্তি আদালতের বিষয় হলেও আবেদনটি তার পরিবার থেকে করা হয়েছে। নিয়ম অনুযায়ী সরকার প্রধান হিসাবে প্রধানমন্ত্রী তাকে মুক্তি দিয়েছেন।

তিনি কখন মুক্তি পাবেন সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আজ কাল পরশু বলা যাবে না। আনুষ্ঠানিকতার বিষয়টি সম্পূর্ণ হলে তার মুক্তি পেতে সমস্যা নেই বলে জানান তিনি। এসময় তিনি বলেন, করোনা সবার অভিন্ন শত্রু তাই সবাই মিলে কাজ করতে হবে।

Exit mobile version