Site icon Jamuna Television

ঘরবন্দি মানুষ, সৈকত দখল কচ্ছপের!

একেই বলে কারো পৌষমাস, কারো সর্বনাশ! করোনা ঠেকাতে ভারতব্যাপী লকডাউন। ঘরবন্দি মানুষ। ফলে, সমুদ্রের তীরে পর্যটকদের ভিড় নেই। এই সুযোগ কাজে লাগিয়েছে কচ্ছপ! মানুষের বদলে তারাই ওড়িশার রুশিকুল্যা সমুদ্র পাড় দখল করেছে। তাও আবার কী উদ্দেশ্যে জানেন? ডিম পেড়ে প্রজনন বাড়াতে!

সেখানকার বন বিভাগের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৭ লাখেরও বেশি অলিভ রিডলেস কচ্ছপ নিরালায় ডিম পাড়তে পৌঁছে গেছে সমুদ্র তীরে। প্রতি বছর মার্চ মাসে এই প্রজাতির কচ্ছপেরা আসে গহিরমাথা এবং রুশিকুল্যা সমুদ্র সৈকতে। বন বিভাগের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এই বছর ৬০ মিলিয়ন ডিম পাড়বে তারা।

একই সঙ্গে বন বিভাগেও আরও দাবি, মানুষ ঘরবন্দি হওয়ায় চলতি বছরে কচ্ছপের সংখ্যা সবচেয়ে বেশি।

Exit mobile version