Site icon Jamuna Television

ইতালিতে করোনা ছড়াতে দায়ী চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচ

করোনাভাইরাসে বিপর্যস্ত ইতালি। মৃত্যুর মিছিলে বাড়ছে প্রতিদিনই। আর এজন্য দায়ী করা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের এক ম্যাচকে।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়, গেল ১৯ ফেব্রুয়ারি মিলানের সান সিরো স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের প্রথম লেগে মুখোমুখি হয়েছিল স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়া ও আটলান্টা। এই ম্যাচ দেখতে সানসিরোর গ্যালারিতে উপস্থিত হয়েছিল প্রায় চল্লিশ হাজার দর্শক।

ওয়াশিংটন পোস্ট বলছে, এই ম্যাচের পরই ইতালিতে ছড়িয়ে পড়ে কোভিড-১৯ ভাইরাসটি। একই কথা বলছেন বার্গামোর মেয়র জর্জিও গোরির। ম্যাচের পর যে বিজয় উতসব হয়েছিলো সেখান থেকে ছড়িয়ে পড়ার সম্ভাবনা দেখছেন তিনি।

Exit mobile version