Site icon Jamuna Television

বউয়ের ঘ্যানঘ্যানানি শুনে কান বড় হয়ে গেছে হাফিজের!

গোটা বিশ্বে কোথাও কোনও খেলা নেই। লকডাউনে অনুশীলনেরও সুযোগ নেই। একেবারে গৃহবন্দি বিশ্বের তাবৎ খেলোয়াড়রা। এসময়ে অবশ্য কেউ পাকা রন্ধনশিল্পী হয়ে উঠছেন। কেউবা অলস সময় কাটাচ্ছেন। অনেকে আবার মানুষকে বাসার বাইরে না যাওয়া পরামর্ দিচ্ছেন।

স্টে সেফ, স্টে অ্যাট হোম-চ্যালেঞ্জের অংশ হিসেবে টয়লেট পেপার দিয়ে ফুটবল-ক্রিকেট খেলেছেন লিওনেল মেসি, ইয়ান বেল, ড্যারেন স্যামিরা। সারা ক্রীড়াবিশ্বই চলে গেছে ছুটিতে।

করোনাভাইরাস প্রকোপ শুরু হওয়ার পর প্রথমদিকে ফাঁকা স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের চেষ্টা করেছিল বিভিন্ন টুর্ামেন্ট কর্তৃপক্ষ। কিন্তু অগত্যা তাও বন্ধ করতে বাধ্য হয় তারা। এখন বিশ্বের বহু দেশ লকডাউন। ফলে কোথাও আর কোনওরকম ম্যাচ হচ্ছে না।

পাকিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ অবশ্য বাড়িতে বসে কোনও চ্যালেঞ্জে অংশ নেননি। টানা ৫ দিন ধরে শুধু বউয়ের কথা শুনছেন। আর তাতেই ত্যক্ত-বিরক্ত তিনি।

অবশ্য গুরুতর কিছু ঘটেনি। তবে ঘরে বসে সারাদিন স্ত্রীর ঘ্যান ঘ্যান শুনে বিরক্ত মিস্টার প্রফেসর। তার কানই নাকি বড় হয়ে গেছে।

সোশ্যাল মিডিয়া টুইটারে একটি পোস্ট করেছেন হাফিজ। সেখানে বড় আকৃতির কানের একজন মানুষের ছবি দিয়েছেন তিনি। ছবির ক্যাপশনে লিখেছেন, ৫ দিন ধরে ঘরে বসে স্ত্রীর কথা শুনতে শুনতে আমার বর্তমান অবস্থা এখন এমন হয়েছে।

এরপর অনেকে তাকে বলেছেন, সবে তো ৫ দিন। এখনও অনেক দিন এভাবেই থাকতে হবে। তা হলে লকডাউন শেষে ডানহাতি পাক ক্রিকেটারের কানের অবস্থা কী হবে?

তথ্যসূত্র: জি নিউজ।

Exit mobile version