Site icon Jamuna Television

এসি ল্যান্ড সাইয়েমাকে ধর্ষণের হুমকি দেয়া ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

যশোরের মনিরামপুরের বিতর্কিত সেই সাবেক সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানকে ধর্ষণের হুমকি দেয়া ব্যাংক কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) এ খবর জানিয়েছে।

আজ রোববার দুপুরের দিকে যাত্রাবাড়ী এলাকা থেকে জাফর আহমেদ নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে গণমাধ্যমকে জানান ডিবি উত্তরের অতিরিক্ত উপকমিশনার মো. শাহজাহান। তিনি বলেন, গ্রেফতারের পরেই জাফরকে যশোরে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানকার আদালতে তোলা হবে তাকে।

এ বিষয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, সাইয়েমা হাসানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ায় সাইয়েমা নিজেই বাদী হয়ে যশোরের মনিরামপুরে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে আজ মামলা করেন।

উল্লেখ্য, মনিরামপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মাস্ক না পরায় কয়েকজন প্রবীণ নাগরিক কান ধরিয়ে ওঠবস করিয়ে সমালোচিত হন সাইয়েমা হাসান। এরপর তাকে প্রত্যাহার করা হয়।

Exit mobile version