Site icon Jamuna Television

করোনায় আক্রান্ত তুরস্কের বিশ্বকাপ তারকা রুসতু

তুরস্কের বিশ্বকাপ তারকা রুসতু রেকেবার করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে শনিবার তুরস্কের একটি হাসপাতালে তার পরীক্ষা করা এবং ফলাফল করোনা পজেটিভ আসে। তবে তার স্ত্রী ও সন্তানদের মধ্যে করোনা শনাক্ত হয়নি।

২০০২ ফুটবল বিশ্বকাপে তুরস্কের গোল বারের অতন্দ্র প্রহরী ছিলেন রুসতু। তার নৈপুণ্যেই বিশ্বকাপে তুরস্ক তৃতীয় হওয়ার গৌরব অর্জন করেছিল। ৪৬ বছর বয়সী রুসতু রেকবার তার ক্যারিয়ারের বেশির ভাগ সময় তুর্কি ক্লাব ফেনেরবাচের হয়ে খেলেছেন।

রুসতু ২০০৩-০৪ মৌসুমে বার্সার হয়ে মাত্র চারটি ম্যাচই খেলেছিলেন। ২০১২ সালে ১২০টি আন্তর্জাতিক ম্যাচ খেলে অবসরে যান তিনি।

Exit mobile version