Site icon Jamuna Television

বাতিল হতে পারে উইম্বলডনের এবার আসর

করোনা ভাইরাসের প্রভাবে উইম্বলডনের এবারের আসর বাতিল হতে পারে বলে জানিয়েছেন জার্মান টেনিস ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ডিক হডর্ফ।

আগামি ২৯ জুন লন্ডনে শুরু হওয়ার কথা থাকলেও বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রভাবে অনিশ্চয়তায় মুখে ঐতিহ্যবাহি উইম্বলন্ডন। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মত বন্ধ হতে যাচ্ছে টেনিসের জনপ্রিয় এই গ্রান্ডস্লাম। তবে চুড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে ২/১ দিনের মধ্যে। বুধবার সভায় বসবে উইম্বল্ডন নীতি-নির্ধারক কমিটির সদস্যরা।

Exit mobile version