Site icon Jamuna Television

গ্রামের নাম ‘করোনা’, বিপাকে বাসিন্দারা

করোনাভাইরাসের কারণে থমকে গেছে গোটা বিশ্ব। আতঙ্ক ছড়িয়েছে দেশে দেশে। এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছে সাত লাখেরও বেশি মানুষ। আর মারা গেছে ৩৪ হাজারেরও বেশি।

ছোঁয়াচে করোনার কারণে সামাজিক দূরত্ব বাড়াচ্ছে সবাই। একে অপরের কাছে ঘেঁষতে ভয় পাচ্ছে। এই পরিস্থিতিতে বিপদে পড়েছেন উত্তরপ্রদেশের একটি গ্রামের বাসিন্দারা। গ্রামের ধারেকাছেও কেউ ঘেঁষছে না। কারণ গ্রামটির নাম ‘করোনা’।

গ্রামের এক বাসিন্দা রাজন জানান, আমাদের কেউ কোনও কাজে নিচ্ছেন না। সরকারি অনুদান নিতে গেলে, এড়িয়ে যাচ্ছে। আমরা করোনা থেকে আসছি বললেই সবাই পালিয়ে যাচ্ছেন। ভাবছেন, আমরা মহামারি ছড়াচ্ছি। কিছুতেই বুঝতে চাইছে না, আমরা জীবাণু নই, আমাদের গ্রামের নাম করোনা।

Exit mobile version