Site icon Jamuna Television

মদিনায় করোনা আক্রান্ত হয়ে বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু

প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবের মদিনায় এক বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু হয়েছে। আফাক হোসেন নামে ওই চিকিৎসক মঙ্গলবার সকালে মারা যান।

ডা. আফাক হোসেন প্রায় দুই দশক ধরে মদিনায় সাফা আল-মদিনা ক্লিনিকে কর্মরত ছিলেন।

তিনি ঝিনাইদহ ক্যাডেট কলেজের সাবেক ছাত্র। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন তিনি। ডা. আফাক ছিলেন ওই মেডিকেলের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী।

এর আগে গত ২৪ মার্চ তিনি মদিনার আল জাহরা হাসপাতালে আরেক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

সোমবার হাসপাতাল থেকে এ বিষয়ে বাংলাদেশের জেদ্দা কনস্যুলেটকে জানানো হয়।

মৃত ব্যক্তির বাড়ি সাভারে। তার কোনো আত্মীয়স্বজন এখন পর্যন্ত জেদ্দা কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করেননি।

এ বিষয়ে বিস্তারিত জানিয়ে জেদ্দা কনস্যুলেট উইং একটি চিঠি পাঠিয়েছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের কাছে।

চিঠিতে বলা হয়েছে, পরবর্তী পদক্ষেপ নির্ধারণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ওখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করেছে। বাংলাদেশ কনস্যুলেট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।

Exit mobile version