Site icon Jamuna Television

প্রবীণ সোবাহা‌নের ঝুপ‌ড়ি ঘ‌রে ত্রাণ নি‌য়ে এস‌পি

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকিতে করোনা ভাইরাস প্রতিরোধে অঘোষিত লকডাউনের সাতদিন পেরিয়ে গেলেও খালের পাড়ে প্লাস্টিকের ডেরায় হোম কোয়ারেন্টাইনে থাকা বৃদ্ধ সোবাহানের (৬৭) খোঁজ রাখেনি কেউ। এমন খবর গতকাল বি‌ভিন্ন মি‌ডিয়ায় প্রকা‌শের পর পটুয়াখালীর পু‌লিশ সুপারের দৃ‌ষ্টি‌গোচর হয়। রা‌তেই তি‌নি দুমকী ও‌সি‌কে পা‌ঠি‌য়ে ওই বৃ‌দ্ধের খোঁজখবর নিতে বলেন।

আজ সকাল সা‌ড়ে ১০টায় পু‌লিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান সোবাহা‌নের ঝুপ‌ড়িঘরে যান। ১০ কে‌জি চাল, ৫ কে‌জি আটা, ৫ কে‌জি আলু, ২ কে‌জি তেলসহ আ‌রো অন্যান্য খাদ্য সহায়তা তার হা‌তে তু‌লে দেন।

পু‌লিশ সুপার ব‌লেন, সামা‌জিক দায়বদ্ধতা থে‌কে নিজ উ‌দ্যে‌গে তি‌নি এ কাজ‌টি ক‌রে‌ছেন।এসময় সহকারী পু‌লিশ সুপার মোঃ ফারুক হো‌সেন, দুমকী থানার ও‌সি মে‌হে‌দি হাসানসহ অন্যান্যরা উপ‌স্থিত ছি‌লেন।

সোবাহান ব‌লেন, খুশী হ‌য়ে‌ছি, পু‌লিশ ছাড়া কেউ মো‌রে কিছু দিল না।

Exit mobile version