হারিয়ে যাওয়া টাইগার ও জয়া ফিরেছেন আলি আব্বাস জাফরের টাইগার জিন্দা হ্যায় সিনেমা। এক থা টাইগারের সিক্যুয়ালেও নাম ভূমিকায় অভিনয় করেছেন সালমান খান ও ক্যাটরিয়া কাইফ। ইয়াশ রাজ ফিল্মস প্রযোজিত টাইগার জিন্দা হ্যায় সিনেমাটি গত ২২ ডিসেম্বর ভারত ও ভারতের বাইরে ৫ হাজার ৭০০ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সিনেমাটির আয় ইতিমধ্যে ৩০০ কোটি রুপি ছাড়িয়েছে। এতে অর্জনের ঝুলিতে কি কি জমা পড়লো? জানতে হলে নিচের ১০টি রেকর্ড পড়ুন:
১. মাত্রা ১৬ দিনে সিনেমাটি ৩০০ কোটি রুপির আয়ের ক্লাবে প্রবেশ করেছে।
২. ২০১৭ সালে ৩০০ কোটি রুপি আয় করা এটি দ্বিতীয় ছবি। (প্রথমটি হলো: বাহুবলি পার্ট টু)
৩. ৩০০ কোটি রুপি আয়ের ক্লাবে এটি ষষ্ঠ ছবি। (বাকি ৫টি: বাহুবলি টু, দঙ্গল, পিকে, বজরঙ্গী ভাইজান, সুলতান )
৪. ৩০০ কোটি রুপি আয় করা সালমান খানের তৃতীয় ছবি। (আগের দুটি ছবি বজরঙ্গী ভাইজান ও সুলতান)
৫. ৩০০ কোটি রুপি আয় করা আলি আব্বাসের দ্বিতীয় ছবি।
৬. প্রথমবারের মতো ক্যাটরিনা কাইফের কোন ছবি ৩০০ কোটি রুপির মাইলফলক ছাড়ালো।
৭. টাইগার জিন্দা হ্যায় মিলিয়ে সালমানের ১২টা ছবি শতকোটি রূপি ব্যবসা করেছে। তার ধারেকাছে কেউ নেই।
৮. এ যাবতকালে ছবি বেশি হলে মুক্তি পাওয়া ছবি টাইগার জিন্দা হ্যায়।
৯. ৩০০ কোটি রুপির ক্লাবে একমাত্র আলি আব্বাস জাফরেরই দুইটি সিনেমা জায়গা করে নিয়েছে।
১০. দ্রুততম সময়ে ৩০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করা এটি তৃতীয় সিনোম।
১১. টাইগার জিন্দা হ্যায়ের সাফল্যে সালমানই বলিউড ইতিহাসে একমাত্র নায়ক, যার তিনটি সিনেমা ৩০০ কোটি রুপির ক্লাবে জায়গা করে নিয়েছে।
Leave a reply