Site icon Jamuna Television

করোনাভাইরাস: নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা

প্রাণঘাতী মহামারি করোনার বিস্তারে আগস্টে নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট। তবে সফর স্থগিত হবে কি না সে মন্তব্য করার সময় এখনও আসেনি বলে জানান তিনি।

বর্তমান পরিস্থিতিতে এর আগে বাংলাদেশের পাকিস্তান ও নিউজিল্যান্ড সফর স্থাগিত করা হয়েছে। জুন-জুলাইয়ে স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফরের পর আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ব্লাক ক্যাপদের। সিরিজে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা কেন উইলিয়ামসনদের। কিন্তু করোনাভাইরাস প্রাদুর্ভাব পরিস্থিতি বদলে দিতে পারে। এমন পরিস্থিতিতে নিউজিল্যান্ড ক্রিকেটের টেকসই অবস্থা নিশ্চিত করার চেষ্টা করছে দেশটির বোর্ড।

প্রধান নির্বাহী বলেন, ‘আমরা বুঝতে পারছি সব বন্ধ হয়ে যাওয়া ক্রিকেটের সমস্যা হচ্ছে। এখন আমাদের মনোযোগ নিউজিল্যান্ড ক্রিকেটের টেকসই অবস্থা নিশ্চিত করা।’

Exit mobile version