Site icon Jamuna Television

পাক সংখ্যালঘুদের জন্য যুবরাজ, হরভাজনের কাছে সাহায্য চাইলেন কানেরিয়া

করোনার বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের সংখ্যালঘুদের পাশে থাকার জন্য ও তাদের সাহায্য করার জন্য ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং ও হরভজন সিং-এর কাছে আহ্বান জানালেন পাকিস্তানের সাবেক স্পিনার দানিশ প্রভাশঙ্কর কানেরিয়া।

শুক্রবার এক টুইটে কানেরিয়া বলেন, আমি যুবরাজ সিং ও হরভাজন সিং-এর প্রতি অনুরোধ করবো তারা যেন পাকিস্তানের সংখ্যালঘুদের জন্য ভিডিও তৈরি করেন। করোনাভাইরাস সংক্রমণের এই মুহুর্তে  আপনাদের সাহায্য তাদের প্রয়োজন।

এরআগে করোনার বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের তারকা ক্রিকেটার শহিদ আফ্রিদির সংগঠন ‘শহিদ আফ্রিদি ফাউন্ডেশন’ এর পক্ষে টুইট করেছিলেন যুবরাজ ও হারভাজন সিং। এরপরই তাদের প্রতি পাক সংখ্যালঘুদের প্রতিও নজর দিতে আহ্বান জানান কানেরিয়া।

তবে আফ্রিদি ফাউন্ডেশনকে সমর্থন জানানোর জন্য সোশ্যাল মিডিয়ায় হয়রানি শিকার হওয়া যুবরাজ জানিয়েছিলেন, তিনি সব সময়ই মানবতার পক্ষেই থাকবেন।

Exit mobile version