Site icon Jamuna Television

মার্কিন সাংবাদিক হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকিস্তানি মুক্তি পাচ্ছে!

চাঞ্চল্যকর মার্কিন সাংবাদিক হত্যা মামলায় অভিযুক্ত পাকিস্তানি যুবকের মৃত্যুদণ্ড বাতিল করে দিয়েছে দেশটির একটি উচ্চ আদালত।

২০০২ সালে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ড্যানিয়েল পার্লকে হত্যার দায়ে ওই বছরই পাকিস্তানের একটি আদালত উমর সাঈদ শেখকে মৃতুদণ্ড দিয়েছিল। খবর দ্যা ডনের।

কিন্তু শুক্রবার সিন্ধু প্রদেশের হাইকোর্ট এক রায়ে বলেছে, উমর সাঈদের বিরুদ্ধে মার্কিন সাংবাদিককে হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তার মৃত্যুদণ্ড বাতিল করে তাকে সাত বছরের কারাদণ্ড দেয়ার নিদের্শ দেয়া হচ্ছে।

উমর শেখের আইনজীবী খাজা নাভিদ হাইকোাটের রায়ের পর সাংবাদিকদের জানিয়েছেন, তার মক্কেল এরইমধ্যে ১৮ বছর কারাভোগ করেছেন।

ফলে হাইকোর্ট তাকে ৭ বছরের কারদণ্ডের যে আদেশ দিয়েছে তা তার ভোগ করা হয়ে গেছে। কাজেই তিনি শিগগিরই কারাগার থেকে মুক্তি পাবেন।

এ ছাড়া, ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও তিন ব্যক্তিকে নিম্ন আদালত যে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল তা বাতিল করে তাদেরকে বেকসুর খালাস দিয়েছে সিন্ধুর হাইকোর্ট।

২০০২ সালে ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকার সাংবাদিক ড্যানিয়ে পার্ল পাকিস্তান সফরে গিয়ে নিখোঁজ হন।

নিখোঁজের এক মাস পর একটি ভিডিও ক্লিপের সূত্র ধরে পাকিস্তান পুলিশ ঘোষণা করে, পার্ল নিহত হয়েছেন।

Exit mobile version