Site icon Jamuna Television

ঢাকায় আসা যাওয়া বন্ধে আজও কঠোর আইন শৃঙ্খলা বাহিনী

ঢাকায় আসা যাওয়া বন্ধে আজও কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। অতি জরুরি কারণ ছাড়া কাউকে রাজধানীতে ঢুকেত বা বের হতে দেয়া হচ্ছে না। যারা মিথ্যার আশ্রয় নিয়ে ঢোকা বা বের হওয়ার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে মামলাসহ করা হচ্ছে জরিমানা।

রাজধানীর প্রবেশ পথে ১৯টি চেকপোস্ট বসিয়ে ২৪ ঘণ্টাই সতর্ক পুলিশ। প্রতিটি গাড়িকে তল্লাশির মুখে পড়তে হচ্ছে। জরুরি সেবা ও পণ্যবাহী যানকে ছাড় দেয়া হলেও অহেতুক চলাচলকারীরা ছাড় পাচ্ছেন না। তবে অনেকের মধ্যেই নিষেধাজ্ঞা অমান্য করার প্রবণতা দেখা যাচ্ছে। কেউ কেউ চেকপোস্টের অদূরে গাড়ি থেকে নেমে পাঁয়ে হেটে চেকপোস্ট পার হওয়ার চেষ্টা করছেন। আবার অনেকে স্টিকারযুক্ত গাড়ি ব্যবহার করেও রাস্তায় বের হওয়ার সুযোগ নিচ্ছেন।

Exit mobile version