Site icon Jamuna Television

ফের বন্ধু হলেন ট্রাম্প-মোদী

হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ রপ্তানি নিয়ে মুখোমুখি অবস্থানে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঔষধ রপ্তানি বন্ধের ঘোষণায় চটে ছিলেন ট্রাম্প। এমনকি হুমকি দিয়েছিলেন তিনি। বন্ধুত্বে ফাটল ধরে। কিন্তু পরে মিটেছে বিরোধ। ফের বন্ধু হয়েছেন দুইজন। ঔষধ রপ্তানি করার আগের সিদ্ধান্তে ফিরে যায় ভারত।

সিদ্ধান্ত পরিবর্তনের পর টুইট করেন ট্রাম্প। ভারতে ধন্যবাদ দিয়ে প্রশংসা করেন মোদীর। পরে পাল্টা টুইট করেন মোদীও। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুরোপুরি একমত। এরকম সময় বন্ধুদের কাছাকাছি নিয়ে আসে। ইন্দো-মার্কিন সম্পর্ক যে কোনও সময়ের থেকে শক্তিশালী। করোনাভাইরাস মোকাবিলায় মানবতাকে সাহায্যের জন্য ভারত সবকিছু করবে। আমরা একসঙ্গে জিতব।

Exit mobile version