Site icon Jamuna Television

করোনা রোগীদের জন্য প্রস্তুত হচ্ছে ঢামেক বার্ন ইউনিট

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে যেসব রোগীরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান তাদের জন্য বার্ন ইউনিট প্রস্তুত করা হচ্ছে।

শুক্রবার রাতে এ তথ্য জানান ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কে এম নাসির উদ্দিন।

ঢামেক পরিচালক বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় বার্ন ইউনিট খালি করার নির্দেশনা দিয়েছে। সে অনুযায়ী বার্ন ইউনিট প্রস্তুত করা হচ্ছে। বার্ন ইউনিটের রোগীদের পাশের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে সরিয়ে নেয়া হচ্ছে।

তিনি বলেন, বর্তমানে সন্দেহজনক করোনা রোগীদের ঢামেক হাসপাতালের মেডিসিন ভবনের আইসোলেশনে নিয়ে রাখা হয়। এতে পুরো হাসপাতাল কলাপস হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই করোনা উপসর্গ নিয়ে যেসব রোগী হাসপাতালে আসবে তাদের বার্ন ইউনিটে নিয়ে চিকিৎসা দেয়া হবে।

তবে রোগীর শরীরে করোনা পজিটিভ পাওয়া গেলে তাকে কুর্মিটোলা বা অন্য হাসপাতালে নেয়া হবে বলে জানান ঢামেক পরিচালক।

উল্লেখ্য, শুক্রবার সর্বশেষ আইইডিসিআরের তথ্য অনুযায়ী দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগী হলেন ৪২৪ জন। মোট মৃত্যুর সংখ্যা হল ২৭ জন।

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এক মাসের মধ্যে রোগীর সংখ্যা ৪০০ ছাড়াল।

Exit mobile version