Site icon Jamuna Television

ফেসবুকে পরিচয় অতঃপর ডেকে নিয়ে গণধর্ষণ

ফেসবুকে পরিচয়ের পর রাজশাহীতে ডেকে নিয়ে ধর্ষণের শিকার তরুনীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। কয়েকদিনের মধ্যেই এ সংক্রান্ত প্রতিবেদন দেয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পুলিশ জানায়, প্রায় ৪ বছর আগে ফেসবুকের মাধ্যমে তরুনীর সাথে সর্ম্পক গড়ে তোলেন কলেজ শিক্ষক বাদশা। গত সোমবার রাজশাহীতে ওই তরুনী দেখা করতে গেলে বাদশা মেয়েটিকে গেষ্ট হাউজ নিয়ে যায়। সেখানে বাদশাসহ অন্যরা ধর্ষণের পর তরুনীকে ফেলে পালিয়ে যায়। ওইরাতে তরুনী শাহ মখদুম থানায় মামলা করলে, পুলিশ কলেজ শিক্ষক বাদশাসহ ২ জনকে গ্রেফতার করে। আগামীকাল তাদের আদালতে হাজিরের পর রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Exit mobile version