Site icon Jamuna Television

ত্রাণ আত্মসাৎকারীদের বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান হানিফের

করোনা পরিস্থিতিতে যারা ত্রাণসামগ্রী আত্মসাৎ করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকের প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ।

শনিবার এক ভিডিও বার্তায় তিনি এ আহবান জানান। তিনি বলেন, যারা এই- রোগের সময়ও অসহায় মানুষের ত্রাণ আত্মসাৎ করতে পারে, এদের মানুষ বলা যায় না, এরা মানুষরূপী জানোয়ার। এদের প্রতি তীব্র ঘৃণা নিন্দা জানান হানিফ।

এসময় প্রশাসনকে অনুরোধ করে তিনি বলেন, ত্রাণ যাতে কেউ আত্মসাৎ করতে না পারে সে ব্যপারে কঠোর ব্যবস্থা নিন। এছাড়া এই দুর্যোগের সময় যারা সামনে থেকে কাজ করে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতাও জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

Exit mobile version