Site icon Jamuna Television

বরগুনায় দুইজনের করোনা শনাক্ত

ববরগুনা প্রতিনিধি:

বরগুনা হাসপাতালে দু’জন রোগীর কোভিড-১৯ পজেটিভ এসেছে। একজনের বয়স ৬০। তিনি ঢাকা তাবলীগ থেকে এসেছেন আরেক জন নারায়ণগঞ্জ থেকে এসেছেন বলে জানান স্বাস্থ্য বিভাগ। করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ভিন্ন ভিন্ন সময় আইসোলেশন ইউনিটে ভর্তি হন। কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালে আজ সন্ধ্যা ৬ টার দিকে তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট বরগুনা স্বাস্থ্য বিভাগে আসলে দু ব্যাক্তির করোনা পজিটিভ বলে জানায় সিভিল সার্জন ডাঃ হুমায়ুন শাহিন খান।

তিনি জানান, উন্নত চিকিৎসার জন্য কোথাও পাঠানো হবে কিনা তা মেডিসিন বিশেষজ্ঞের সাথে আলাপ করে সিদ্বান্ত নেয়া হবে।

বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানিয়েছে করোনা শনাক্তদের বাড়ি লকডাউন করা হয়েছে। পরিবারের সকল সদস্যদের নমুনা সংরক্ষণ করে পরীক্ষা করা হবে। আগামীকাল বরগুনাকে লকডাউন করা হবে কিনা তা স্বাস্থ্য বিভাগের সাথে আলোচনা করা হবে।

Exit mobile version