Site icon Jamuna Television

বঙ্গবন্ধু হত্যায় পলাতক খুনিদের দেশে ফিরিয়ে রায় কার্যকরের চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধু হত্যায় জড়িত পলাতক বাকি খুনিদেরও দেশে ফিরিয়ে রায় কার্যকরের চেষ্টা চলছে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

রোববার সকালে শিপার্স কাউন্সিল মন্ত্রীর কাছে ত্রাণ হস্তান্তর করে। পরে সাংবাদিকদের মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর পলাতক ৫ খুনির মধ্যে ৩ জনের অবস্থান জানা যায়নি এখনও। এ ব্যাপারে অনুসন্ধান চলছে। বাকি দু’জনকে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত আছে বলে জানান তিনি।

করোনা প্রতিরোধে কষ্ট হলেও সবাইকে ঘরে থাকার আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Exit mobile version