Site icon Jamuna Television

ঢাবিসহ চার বিশ্ববিদ্যালয়ে হবে করোনাভাইরাস পরীক্ষা

করোনাভাইরাস শনাক্ত করার জন্য নিজস্ব ল্যাবে টেস্ট করার অনুমতি পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের এক চিঠির সূত্রে এ তথ্য জানা গেছে। ঢাবি ছাড়াও দেশের আরও তিনটি বিশ্ববিদ্যালয়কে করোনা টেস্টের অনুমতি দিয়ে চিঠি দেয়া হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মনিরুজ্জামান বকাউল স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, কোভিড-১৯ রোগ শনাক্তকরণের জন্য রিয়েল টাইম পিসিআর মেশিনসহ প্রয়োজনীয় অবকাঠামো থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ চারটি বিশ্ববিদ্যালয়কে করোনা শনাক্তকরণের ব্যবস্থা চালু করার সম্মতি দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। অন্য তিনটি বিশ্ববিদ্যালয় হলো- চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, করোনাভাইরাস নিয়ন্ত্রণে আমরা জাতীয়ভাবে সব সিদ্ধান্ত নিচ্ছি। আর এ বিষয়ে সরকার যদি আমাদের সাহায্য চায় তাহলে আমরা সহায্য করতে প্রস্তুত রয়েছি।তিনি বলেন, করোনাভাইরাস পরীক্ষার সব সক্ষমতা আমাদের আছে। আমরা আগেই বিষয়টি জানিয়ে দিয়েছি। এখন আমাদের সব ব্যবস্থা করে দিলে আমরা পরীক্ষার ব্যবস্থা নেব।

Exit mobile version