Site icon Jamuna Television

করোনা মোকাবেলায় রাজধানীর বিভিন্ন এলাকা লকডাউন

করোনা পরিস্থিতি মোকাবেলায় রাজধানীর বিভিন্ন এলাকা লকডাউন করা হয়েছে। সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিতে সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহন ও মানুষের চলাচল নজরদারি করতে দেখা যায় পুলিশ ও র‍্যাবকে। অব্যাহত আছে সেনাবাহিনীর টহলও। প্রধান সড়কগুলোতে আজ মানুষের চলাচল কম।

তবে, অলিগলিতে অনেকেই উদাসীন ঘরে থাকার নির্দেশনা মানার ব্যাপারে। জরুরি কাজের নাম করে বাইরে ঘোরাফেরা করছেন তারা। যারা কোন কারণ ছাড়া বাইরে বের হচ্ছেন, তাদের সতর্ক করার পাশাপাশি, কোনো কোনো ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

Exit mobile version