Site icon Jamuna Television

গোটা বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা, সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত বের হলেই ব্যবস্থা

বাংলাদেশে 'ভিআইপিদের' করোনা চিকিৎসায় আলাদা হাসপাতাল

করোনাভাইরাসের জন্য সমগ্র বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদফতর। সংক্রমণের ঝুঁকি এড়াতে মানুষকে বাসায় থাকতে বলা হয়েছে। এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। পাশাপাশি, সারাদেশে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘরের বাইরে বের হওয়ার ক্ষেত্রে পুরোপুরি নিষেধাজ্ঞা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক ঘোষণায় এ কথা জানানো হয়েছে।

সেখানে বলা হয়েছে, সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮’র ১১(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বর্ণিত আইনের ধারায় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

উল্লেখ্য, বাংলাদেশের দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন আরও ১০ জন। আইইডিসিআর’র হিসেবে এ নিয়ে দেশে করোনা শনাক্ত হয়ে দেশে মারা গেছেন মোট ৬০ জন আর আক্রান্তের সংখ্যা ১৫৭২।

Exit mobile version