Site icon Jamuna Television

অনলাইন হাইকোর্ট বেঞ্চ চালুর আবেদন দুই আইনজীবীর

করোনা পরিস্থিতিতে বিচারকাজ চলমান রাখতে অনলাইন হাইকোর্ট বেঞ্চ চালু করার জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন করেছেন দুই আইনজীবী।

শনিবার সন্ধ্যায় আইনজীবী আব্দুল হালিম ও আইনজীবী ইশরাত হাসান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার অফিসে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বরাবর এ আবেদন করেন।

পাশাপাশি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও’র নির্দেশনা অনুযায়ী দেশের হাসপাতালগুলোতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ চেয়েছেন তারা।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি ঠেকাতে গত ২৬ মার্চ থেকে বন্ধ আছে আদালতের কার্যক্রম। এটি ৪ দফায় বাড়িয়ে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় ছুটি আরও বাড়ার সম্ভবনা আছে।

Exit mobile version