Site icon Jamuna Television

অপরাহকে হেসে খেলে হারাবেন ট্রাম্প!

যুক্তরাষ্ট্রে প্রভাবশালী মিডিয়া ব্যক্তিত্ব অপরাহ উইন ফ্রে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন, এমন গুজবও ভাবিয়ে তুলছে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। মনে মনে ভাবিয়ে তুললেও মুখে বললেন ভিন্ন কথা অপরাহ উইন ফ্রেকে হেসে খেলে উড়িয়ে দিয়ে পরাজিত করবে ট্রাম্প। এবিষয়ে ট্রাম্প বলেন,  আমি অপরাহ উইনফ্রে কে পরাজিত করবো। বিষয়টি অনেক মজার হবে। আমি তাকে ভালো করেই চিনি। তার সাথে একটি সাক্ষাৎকারেও অংশ নিয়েছিলমা। তাকে আমি পছন্দই করি। তবে মনে হয়না সে প্রসিডেন্ট নির্বাচনে লড়তে আসবে।

রুপালী পর্দায় অনন্য অবদানের জন্য ৭৫তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা দেওয়া হয় প্রভাবশালী মিডিয়া ব্যক্তিত্ব অপরাহ উইনফ্রে’কে। এর পরই মার্কিন মিডিয়ায় ছড়িয়ে পড়ে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছেন তিনি। বিষয়টির কোন সত্যতা এখন পর্যন্ত না থাকলেও, মার্কিন প্রেসিডেন্টের দাবি নির্বাচনে লড়লেও তার কাছেই হারবেন উইন ফ্রে।

 

Exit mobile version