Site icon Jamuna Television

মাস্ক বানাতে জাপানে সেলাই মেশিন বিক্রির ধুম

জাপানে করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায় বাজারে অভাব পড়ে গেছে ফেস মাস্কের। এ অবস্থায় নিজেদের জন্য বাসাতেই ফেস মাস্ক বানানো শুরু করেছেন জাপানিরা।

আর সে কারণেই বাজারে সেলাই মেশিন বিক্রির ধুম লেগেছে। খবর জাপান টাইমস।

জাপানের মায়েরা সাধারণত মার্চের শেষ নাগাদ সেলাই মেশিন কিনে থাকেন। এপ্রিলে বাচ্চারা নার্সারি ও প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু করে। তাই তাদের কাপড়ের ব্যাগ তৈরি করে দেয়ার জন্য এ মেশিন কাজে লাগানো হয়।

কিন্তু এ বছর এপ্রিল শেষ হতে চললেও সেলাই মেশিনের জনপ্রিয়তা যেন থামছেই না। অনেক প্রতিষ্ঠান আবার অনলাইনে শিখিয়ে দিচ্ছে কিভাবে বাসায় বসে ফেস মাস্ক তৈরি করা যায়।

নাগওয়াভিত্তিক ব্রাদার সেলস লিমিটেড জানায়, ফেব্রুয়ারি থেকে মার্চ এ সময়ে তাদের সেলাই মেশিন বিক্রি ১ বছর আগের একই সময়ের তুলনায় ৩০ শতাংশ বেড়েছে।

কোম্পানির ওয়েবসাইটে দেখানো হয়েছে কিভাবে ফেস মাস্ক সেলাই করতে হয়। এর দর্শনার্থী সংখ্যা বেড়ে হয়েছে ৫০ হাজার। যা ১ বছর আগের তুলনায় ৫০০ গুণ বেশি।

টোকিওর জেনম সিউং মেশিন কোম্পানি জানায়, মার্চ থেকে এপ্রিলে তাদের বিক্রি ১ বছর আগের একই সময়ের চেয়ে বেড়েছে ২০ শতাংশ। তারা জানায় বিক্রি আরও অনেক বাড়বে।

Exit mobile version