Site icon Jamuna Television

চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ৪০ ছাড়ালো

চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডিতে গত ২৪ ঘণ্টায় ১৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে পজেটিভ হয়েছেন চারজন৷ করোনাভাইরাস শনাক্ত হওয়া চারজনের একজন চট্টগ্রাম জেলার, অন্য তিনজন বান্দরবান জেলার বাসিন্দা।

এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪০ জনে। আর এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৫ জন।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন শেখ ফজলে রাব্বী জানান, “গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ১৪০ জনের নমুনা পরীক্ষায় চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার জোয়ারা গ্রামের একজনের করোনা শনাক্ত হয়। অন্য তিনজন বান্দরবান জেলার বাসিন্দা।

Exit mobile version