Site icon Jamuna Television

মায়ের সাথেই সময় কাটাচ্ছেন রোমান সানা

পরিবারের সাথেই সময় কাটছে রোমান সানার। ছবি: সংগৃহীত

করোনার প্রভাবে অলিম্পিক স্বপ্ন থমকে দাঁড়িয়েছে আর্চার রোমান সানার। নেই অনুশীলন, তাই খুলনায় সময় কাটাচ্ছেন পরিবারের সাথে। তবে কঠোরভাবে মেনে চলছেন কোচের দেয়া ওয়ার্কআউট প্ল্যান।

নিজেদের সামাজিক সংগঠনের মাধ্যমে ব্যবস্থা করেছেন ১০০ পরিবারের খাবারের। গত ২৫ মার্চ খুলনার নিজ বাড়ির পথ ধরেছিলেন রুমান সানা। সেই থেকে প্রায় ১ মাস মায়ের সাথেই আছেন। গত ১০ বছরে পরিবারের সাথে কাটানো এটিই নাকি তার দীর্ঘসময়। পরিবারের সাথে সময় কাটানোর পাশাপাশি কোচদের পরামর্শে চলছে ওয়ার্কআউট। নিয়মিত যোগাযোগ হচ্ছে হোয়ার্টসঅ্যাপ গ্রুপে।

করোনায় ক্ষতিগ্রস্তদের নিয়েও আছে তার চিন্তা। যুক্ত আছেন ‘ইকো গ্রুম’ নামের একটি সংস্থার সাথে। এরইমধ্যে তারা ১০০ পরিবারের খাবার দিয়ে যাচ্ছেন।

এদিকে সমাজের অর্থবানদের এগিয়ে আসার আহবান করার পাশাপাশি সবাইকে ঘরে থাকারও আহবান জানিয়েছেন এই আর্চার।

অলিম্পিক নিয়েও আছে ভাবনা। এক বছর পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত কে ইতিবাচক মনে করছেন এই আর্চার। প্রস্তুতির জন্য বাড়তি সময়টুকু তাকে মানসিকভাবে শক্ত করবেন বলেও মনে করেন রোমান সানা।

Exit mobile version