Site icon Jamuna Television

সাত তলার ছাদ থেকে ফেলে যুবককে হত্যা, অভিযোগ প্রেমিকা ও তার ভাইয়ের দিকে

রাজধানীর পূর্ব রাজাবাজারে মোহাম্মদ পারভেজ নামের এক যুবককে সাত তলা ভবনের ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার বিকেল ৫টার দিকে ওই এলাকার ১২৪/২ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

নিহতের স্বজনদের অভিযোগ, ওই ভবনের চার তলার ভাড়াটিয়া আশামনির সাথে পারভেজের প্রেমের সম্পর্ক ছিল। এর আগে আশামনির বিয়ে হলেও এখন বাবা-মার সাথেই থাকেন তিনি।

বুধবার দুপুরে পারভেজকে ফোন করে ডেকে নেয় আশামনি। বিকাল ৫টার দিকে ভবনের ছাদে কথা বলছিলেন তারা। এসময় আশামনির ভাইসহ আরও একজন আসেন।

পারভেজের স্বজনদের দাবি, তখনই তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পারভেজকে ছাদ থেকে ফেলে দেয়া হয়।

স্থানীয়রা জানায়, পারভেজকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে, এ ঘটনায় নিহতের বাবা শেরে বাংলা থানা মামলা করতে গেলে গড়িমশি করে পুলিশ। মামলা না নিয়ে অভিযোগ নেয় পুলিশ।

অফিসার ইনচার্জ দাবি করেন, তার কাছে মৌখিক বা লিখিত কোনো ধরণের অভিযোগ আসেনি। এ ঘটনায় নিহতের প্রেমিকা ও প্রেমিকার ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও পরে ছেড়ে দেয়া হয়েছে।

Exit mobile version