Site icon Jamuna Television

রমজানে করোনাভাইরাস মুক্ত হোক বিশ্ব: সাকিব আল হাসান

ছবি: সাকিব আল হাসান

পবিত্র মাহে রমজানে করোনাভাইরাস মুক্ত হোক বিশ্ব- এমনটাই প্রত্যাশা করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সাকিব বলেন, “সমগ্র বিশ্ব আজ একটি বৈশ্বিক মহামারির মুখোমুখি। এর প্রভাবে সমগ্র বিশ্বে আসছে দ্রুত পরিবর্তন, পৃথিবী হারাচ্ছে তার স্বাভাবিক ভারসাম্য। পবিত্র মাহে রমজানের আশীর্বাদে বিশ্ব মুক্ত হোক করোনাভাইরাসের প্রকোপ থেকে, পৃথিবীতে ফিরে আসুক তার স্বাভাবিক ভারসাম্য, এটিই আমাদের কামনা”।

এদিকে করোনাকালে অসহায় মানুষের পাশে দাঁড়াতে গেল বিশ্বকাপে ব্যবহৃত নিজের ব্যাটটি নিলামে ২০ লাখ টাকায় বিক্রি করেছেন সাকিব। দেশের ক্রিকেট ইতিহাসে প্রথম নিলামে বিক্রিত ব্যাটের পুরো অর্থ সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে করোনায় ক্ষতিগ্রস্তদের কল্যাণে ব্যয় করা হবে।

Exit mobile version