Site icon Jamuna Television

লকডাউনে ফাঁকা রাস্তায় ‘শঙ্খিনী’ সাপ!

ফেনীর ফাঁকা রাস্তায় শঙ্কিনী সাপ

ফেনী প্রতিনিধি:

লকডাউনে ফাঁকা রাস্তায় ফেনী শহরের ব্যস্ততম ‘শহীদ শহিদুল্লাহ কায়সার’ সড়কে উঠে এলো বিষধর সাপ।

পুরো দেশ যখন গৃহবন্দি, জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হতে পারছে না। সেখানে প্রাণীরা যেন পেয়েছে অবাধ স্বাধীনতা।

সাপের জন্যেও এমন আতঙ্ক ছিলো করোনা পরিস্থিতির আগে। তবে সেই আতঙ্ক বোধহয় অনেকটা কমে গেছে করোনা সঙ্কটের কারণে। সব জায়গায়ই চলছে লকডাউন। চারিদিকে সুনশান নীরবতা। এই নীরবতায় নিশাচর প্রাণীগুলো যেন খুঁজে পেয়েছে তার হারানো স্বাধীনতা।

২৪ এপ্রিল রাতে ফেনীর ফাঁকা রাস্তায় দেখা মিলে এই দুর্লভ সাপটির।

জানাগেছে, বাংলাদেশে সাপটি ‘শঙ্খিনী’ নামে পরিচিত। সাপটির ইংরেজি নাম ব্যান্ডেড ক্রেট। সারাদেশেই এ সাপের বিচরণ রয়েছে। এরা নিশাচর, শুধু রাতেই বের হয়। দিনে গর্তে বা নিরাপদ স্থানে লুকিয়ে থাকে।

Exit mobile version