Site icon Jamuna Television

বাজারে ভিড়, শারীরিক দূরত্ব নিশ্চিতে নানা তৎপরতা

রমজানের আগের শেষ বাজারে মানুষের ভিড় আগের মতই। শারীরিক দূরত্ব নিশ্চিতে আছে নানা তৎপরতা। তবে মানুষের আনাগোনা বেশি হলেই সে চেষ্টা বিঘ্নিত হচ্ছে।

শারীরিক দূরত্ব নিশ্চিতে রাজধানীর অধিকাংশ কাঁচাবাজার মূল বাজার থেকে বিস্তৃত করা হয়েছে। কারওয়ান বাজারের সবজির খুচরা দোকানগুলো, ফার্মগেট তেজগাঁও রেলগেট এলাকা পর্যন্ত বিস্তৃত। রাজধানীতে ২৮টি কাঁচাবাজার রয়েছে। এছাড়া অলিতে গলিতে রয়েছে অসংখ্য বাজার। আজ-কালের মধ্যে সব কাঁচাবাজার বিস্তৃত করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

গেলো রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পাঠানো এক আদেশে করোনাভাইরাস মোকাবেলায় হাট-বাজার বিস্তৃত করার নির্দেশ দেয়া হয়।

Exit mobile version