Site icon Jamuna Television

রানা প্লাজা ধসের ৭ বছর

সাভারে রানা প্লাজা ধসের ৭ বছর আজ। এখনো শেষ হয়নি বিচার কাজ। নিহতদের স্মরণে সকালে সাভারে স্থাপিত অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে পুলিশ।

করোনার কারণে কোনো স্বজন বা শ্রমিক সংগঠন শ্রদ্ধা জানাতে আসেনি। রানা প্লাজার সামনে অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে ঢাকা জেলা ও শিল্প পুলিশ। শ্রদ্ধা জানানো হয় নিহতদের পরিবারের পক্ষ থেকেও।

এর আগে, করোনার কারণে শারীরিক দূরত্ব নিশ্চিতে রানা প্লাজার শ্রমিকদের প্রতি শ্রদ্ধাসহ সব অনুষ্ঠান স্থগিতের ঘোষণা দেয় শ্রমিক সংগঠন। যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে রানা প্লাজার সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

Exit mobile version