Site icon Jamuna Television

ট্রুডোর হাওয়ায় ওড়া চুলের গল্প

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

বিশ্বের বহু মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শুধু সুন্দর চেহারা দিয়ে নয়, একজন দক্ষ ও নাগরিকবান্ধব রাষ্ট্রনেতা হওয়ার কারণে ব্যাপক জনপ্রিয়তা তার। এছাড়া নেটিজেনদের অনেকের আলোচনাতেই গত দু-তিনদিনে ঘুরেফিরে এসেছে ট্রুডোর চুল ওড়ার গল্প।

করোনাভাইরাসের কারণে রাজধানী ওটোয়ার বাসভবন থেকেই কাজ করছেন ট্রুডো। সেখানে দিনের একটা নির্দিষ্ট সময়ে বেরিয়ে বাড়ির সামনে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সারাদিনের করোনা সংক্রান্ত আপডেট এবং যদি কোনও ঘোষণা থাকে, সংবাদমাধ্যমের সামনে রাখেন।

সম্প্রতি এমনই এক সাংবাদিক বৈঠকে এসেছিলেন ট্রুডো। সেখানে কথা বলতে বলতেই তার কিছু চুল কপালের দিকে নেমে আসে। সেগুলিকে আর পাঁচ জনের মতোই আঙ্গুল চালিয়ে ঠিক করে নেন। ক্যামেরাবন্দি হয় সেই দৃশ্য।

ট্রুডোর এই স্টাইল এতটাই পছন্দ হয় নেটিজেনদের যে, শুধু চুল ঠিক করে নেওয়ার কয়েক সেকেন্ডের ভিডিও এডিট করে স্লো মোশনে প্রকাশ করা হয়। এতে নেটিজেনরা তার এই স্টাইলের প্রশংসা করেন।

Exit mobile version