Site icon Jamuna Television

করোনা থেকে সুস্থ হলো এক মাসের শিশু

করোনাভাইরাসে প্রতিদিন বিশ্বে অসংখ্য লোক আক্রান্ত হচ্ছেন। মারা যাচ্ছেন বিভিন্ন দেশের হাজার হাজার মানুষ। এরই মধ্যে থাইল্যান্ডে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া এক মাস বয়সী একটি শিশু সুস্থ হয়ে উঠেছে। শিশুটি দেশটির করোনা থেকে সেরে ওঠা সবচেয়ে কমবয়সী রোগী।

শিশুরোগ বিশেষজ্ঞেরা জানিয়েছে, শিশুটির চিকিৎসায় চারটি অ্যান্টিভাইরাল ওষুধ ব্যবহার করেন চিকিৎসকরা।

ব্যাংককের বামরাসনারাদুরা ইনফেকশাস ডিজিজেস ইন্সটিটিউটের চিকিৎসক ভিসাল মুলাসার্ত বলেন, ‘শিশুটিকে ১০ দিন ওষুধ দেওয়া হয়েছিল। আমরা প্রতিদিন তার স্বাস্থ্য পরীক্ষা করেছি। এর তিন থেকে পাঁচদিন পর থেকে শিশুর এক্সরে রিপোর্টে সুস্থ হওয়ার লক্ষণ দেখা যায়।’

Exit mobile version